• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পোশাক শ্রমিককে ধর্ষণ: আটক ৬

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৬ এপ্রিল ২০১৯, ১৬:৪৬

চট্টগ্রামের এক পোশাক শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সদরঘাট থানা পুলিশ তাদের আটক করে।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- নেজাম উদ্দিন, তানিয়া বেগম পপি বেগম, সোনিয়া বেগম, মোহাম্মদ লিটন ও ফিরোজা বেগম।

পুলিশ জানায়, পেশায় সিএনজি অটোরিকশা চালক নেজাম বিবাহিত হওয়ার পরও নিজের পরিবারের কথা গোপন রেখে ওই নারীকে প্রেমের ফাঁদে ফেলে। পরে বিয়ের আশ্বাস দিয়ে নগরীর চৌমহনী এলাকার একটি বাসায় নিয়ে যায়। সেখানে গেল ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত তাকে আটকে রেখে ধর্ষণ করে। পরে ৭ এপ্রিল নেজামের বউসহ পরিবারের অন্য সদস্যরা গিয়ে তাকে সদরঘাট এলাকার অন্য একটি বাসায় নিয়ে ওই নারীর চুল কেটে ও গায়ে আগুনের ছ্যাঁকা দিয়ে নির্যাতন চালায়। পরে পুলিশের কাছে যাবে না এমন শর্তে মুক্তি দেন।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন জানান, খবর পাওয়ার পর পুলিশ উদ্যোগী হয়েই মামলা নেয় এবং অভিযুক্তদের আটক করে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ 
মন্দিরে সিঁদুর পরিয়ে নারীকে ধর্ষণ, অতঃপর....
মেকআপ আর্টিস্টকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রোডাকশন ম্যানেজার
মান বাঁচাতে গিয়ে ফেঁসে গেলেন রাজনৈতিক কর্মী
X
Fresh