• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে ১৭টি পাহাড় থেকে সরিয়ে নেওয়া হবে বসতি

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৬ এপ্রিল ২০১৯, ১৫:৪৬

চট্টগ্রাম নগরীর ১৭টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বাসবাসকারীদের ১৫ মে এর মধ্যে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাহাড় ব্যবস্থাপনা কমিটি।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে পাহাড় ব্যবস্থাপনা কমিটির ১৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিভাগীয় কমিশনার ও পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় ৩০ এপ্রিলের মধ্যে ১০টি ব্যক্তি ও সাতটি সরকারি মালিকানাধীন পাহাড়ে বিদ্যুৎ, গ্যাস এবং পানিসহ সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হবে। ১৫ মে এর মধ্যে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঝুঁকিপূর্ণভাবে বাস করা পরিবারকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন কমিটির সদস্যরা।

এ সময় বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, যারা পাহাড়ে ঘর তৈরি করে তাদের চিহ্নিত করতে হবে। তাদরকে আইনের আওতায় আনতে হবে ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা নিক্ষেপ
পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ২
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, ব্যাহত হচ্ছে ফসল ঘরে তোলার কাজ 
ঘরে বসে টেলিস্কোপ তৈরি করল কিশোর ফারাবী 
X
Fresh