• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দামুড়হুদায় মাটিচাপায় ইটভাটার দুই শ্রমিক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ১৬ এপ্রিল ২০১৯, ১১:২৭

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একটি ইটভাটায় ইট তৈরির জন্য রাখা মাটির স্তূপের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।মঙ্গলবার সকালে উপজেলার জয়রামপুর শেখ ব্রিক্স ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন- উপজেলার কেশবপুর গ্রামের কালাচাঁদ মণ্ডলের ছেলে আব্দুল হান্নান ও নতুন বাস্তপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে বাবু মিয়া। তাদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত শ্রমিকের নাম শফিকুল ইসলাম।

তিনি জানান, প্রতিদিনের মতো সকালে শেখ ব্রিক্স ইটভাটায় কাজ করছিলেন আব্দুল হান্নান ও বাবু মিয়া। এ সময় পাশে স্তূপ করে রাখা মাটি তাদের ওপর ধসে পড়লে তারা আহত হন। অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর আরটিভি অনলাইনকে জানান, নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত শ্রমিক শফিকুল ইসলামকে চিকিৎসা দেয়া হচ্ছে। ময়নাতদন্তের পর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, প্রাণ গেল কলেজছাত্রের
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
মালয়েশিয়ায় শোষণের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
X
Fresh