• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সেই ওসির বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ এপ্রিল ২০১৯, ১৬:৫৮
সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, ছবি: সংগৃহীত

সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলার এ আবেদন করেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আবেদনের ওপর দুপুরে শুনানি শেষে এ নির্দেশ দেয়া হয়।

আবেদনে বলা হয়, যৌন হয়রানির অভিযোগ করতে যাওয়ার পর সোনাগাজী থানার তৎকালীন ওসির কক্ষে আরেক দফা হয়রানির শিকার হতে হয় নুসরাতকে। নিয়ম না মেনে ওসি জেরার সময় নুসরাতের ভিডিও ধারণ করেন। পরে এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।

এতে আরও বলা হয়, মৌখিক অভিযোগ নেয়ার সময় দুইজন পুরুষের কণ্ঠ শোনা গেলেও সেখানে নুসরাত ছাড়া অন্য কোনও নারী বা তার আইনজীবী ছিলেন না।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, নুসরাতের জবানবন্দির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া ও আপত্তিকর প্রশ্ন করায় সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলার আবেদন করেছি।

মামলার আবেদনে বলা হয়, ২৭ মার্চ সকালে ওই মাদরাসার অধ্যক্ষ তার অফিসে ছাত্রীকে ডেকে নেন। পরীক্ষার প্রশ্নপত্র দেয়ার প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি করেন। এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে ওসি নুসরাতকে বলেন, ‘মুখ থেকে হাত সরাও, কান্না থামাও’। তিনি বলেন, ‘এমন কিছু হয়নি যে এখনও তোমাকে কাঁদতে হবে’।

উল্লেখ্য, নুসরাতকে আগুনে পোড়ানোর মামলার আসামিদের ধরতে গড়িমসির অভিযোগ ওঠার পর ১০ মার্চ মোয়াজ্জেম হোসেনকে সোনাগাজী থানার দায়িত্ব সরিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 
স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা
X
Fresh