logo
  • ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯, ৩০ আশ্বিন ১৪২৬

বৈশাখী মেলায় যাওয়া হলো না শিশু জিসানের

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম
|  ১৫ এপ্রিল ২০১৯, ১৬:৫৪
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার আরাকান সড়কের সিঅ্যান্ডবি এলাকায় বাসের ধাক্কায় জিসান উদ্দিন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। 

সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জিসান উদ্দিন রায়হান চান্দগাঁও কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

চান্দগাঁও থানার ওসি আবুল বাশার আরটিভি অনলাইনকে বলেন, আজ সোমবার সকালে জিসান তার এক বড় ভাইয়ের সঙ্গে সাইকেলে করে মৌলভী পুকুর পাড় এলাকায় বৈশাখী মেলায় যাচ্ছিল। এসময় কালুরঘাটগামী ১ নম্বর রুটের একটি বাস তাদের সাইকেলের পেছনে ধাক্কা দিলে জিসান পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে জিসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর চালকসহ বাসটি আটক করা হয়েছে।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়