• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভটভটিকে মৈত্রী ট্রেনের ধাক্কা, নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৩ এপ্রিল ২০১৯, ১৬:২০

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়েলগাতি এলাকায় কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় ভটভটিতে থাকা তিনজন নিহত হয়েছেন।

শনিবার বেলা দেড়টার দিকের এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে।

তিনি হলেন, ভটভটি চালক সূর্য মিয়া (৩৫)। তিনি কামারখন্দ বড়কুড়া গ্রামের রহম আলীর ছেলে। অন্য দুইজন ভটভটির যাত্রী। তারা গরু ব্যবসায়ী।

ফায়ার সার্ভিস কর্মকর্তা নাজির বলেন, শ্যালো ইঞ্জিনচালিত ওই ভটভটিটি গরু নিয়ে রেললাইন পার হচ্ছিল। এ সময় কলকাতা থেকে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছে ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভটভটির চালক মারা যান। এই দুর্ঘটনায় আরও পাঁচ গরু ব্যবসায়ী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই গরু ব্যবসায়ী মারা যান। দুর্ঘটনায় দুটি গরুও মারা গেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
রানা প্লাজা ট্রাজেডির ১১ বছর, মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
X
Fresh