• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

চলন্ত বাসে চবি ছাত্রীকে নির্যাতন: চালক গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৩ এপ্রিল ২০১৯, ০৯:৩৮

চট্টগ্রামের স্টেশন রোডে চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে নির্যাতনের মামলায় ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলের ওই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানার একটি মামলা করেন ভুক্তভোগী ওই ছাত্রী।
পরে নগরীর অক্সিজেন এলাকা থেকে ৩ নম্বর রুটের ওই বাসের চালক বিপ্লব দেবনাথকে (২৫) আটক করা হয়।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ওই ছাত্রী থানায় এসে চালককে শনাক্ত করেছেন। বাসটি জব্দ করা হয়েছে।
চালকের সহকারীকেও গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক দল কাজ করছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ওই শিক্ষার্থী বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ৩ নম্বর রুটের একটি বাসে করে বিশ্ববিদ্যালয় থেকে শহরের বাসায় ফিরছিলেন। নগরের স্টেশন রোড এলাকায় চলন্ত বাসে ওই ছাত্রীকে চালক ও তার সহকারী নির্যাতন করেন। এ ঘটনা তিনি ফেসবুকে জানান।

নিজের সম্ভ্রম বাঁচাতে গিয়ে ওই ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে বাস থেকে লাফ দিয়েছেন বলে পরে নিজের ফেসবুকে দীর্ঘ পোস্টে উল্লেখ করেছেন। ঘটনার পর এক রিকশাচালকের সহযোগিতায় বাসায় পৌঁছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো ৯ কলেজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আবু তাহের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
X
Fresh