• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জয়পুরহাটে মাদরাসাছাত্র হত্যায় দুইজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

  ১১ এপ্রিল ২০১৯, ১৬:২৭

জয়পুরহাটে হত্যা মামলার রায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানার টাকা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ বি এম মাহমুদুল হক ওই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত ওই দুইজন হলেন সদর উপজেলার আরজী গ্রামের নুর আলম ও নওগাঁ জেলার বদলগাছী উপজেলার গোদাগাড়ী গ্রামের মাহবুব আলম। রায় ঘোষণার পর তাদের পুলিশের কড়া পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার আরজি ও আদালত সূত্রে জানা গেছে, ধলাহার মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র নুরুন্নবী ২০০৭ সালের দুই নভেম্বর রাতে নিখোঁজ হয়। নিখোঁজের পরদিন তিন নভেম্বর ওই মাদরাসার পেছন থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নুরুন্নবীর বাবা আয়েজ উদ্দীন বাদী হয়ে নুর ও মাহবুবকে আসামি করে মামলা দায়ের করেন। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী দুজনকে যাবজ্জীবন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
সেই গোল্ডেন মনিরের খালাস নিয়ে যা বললেন আদালত
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
X
Fresh