• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নাটোরে ছাত্রলীগ কর্মী হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

নাটোর প্রতিনিধি

  ১১ এপ্রিল ২০১৯, ১৪:৪৮

নাটোরের লালপুরে ছাত্রলীগ কর্মী মোয়াজ্জেম হোসেন খান্নাসকে হত্যার দায়ে চারজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। এছাড়া এই রায়ে আরও এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান সিদ্দিক এ রায় দেন। রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্তদের ১০ হাজার ১ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। দণ্ডিত আসামিদের মধ্যে শামিম ও শুকুর রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন, বাকিরা পলাতক।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- লালপুর উপজেলার বাসিন্দা শামিম হোসেন, আব্দুল মতিন, সুজন ও আব্দুস শুকুর ওরফে বাবু। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন সান্টু।

সরকারি কৌঁসুলি মাসুদ হাসান জানান, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি একদল সন্ত্রাসী লালপুর উপজেলার হাবিবপুর গ্রামে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর করে এবং তৎকালীন ছাত্রলীগ কর্মী মোয়াজ্জেম হোসেন খান্নাসকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ২৩ জনের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে ৫ জনকে মামলা থেকে অব্যাহতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাকি ১৮ জনের মধ্যে আজ ৫ জনকে সাজা ও ১৩ জনকে খালাস দেয়া হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে স্কুলশিক্ষার্থী অন্তর হত্যায় ৩ জনের ফাঁসি
কুমিল্লার হোমনায় স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
শিক্ষিকা খুনে ২ শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
‘জনগণের আমানতকে যারা খেলা মনে করে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত’
X
Fresh