• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আটকের পর অভিযান, ‘গোলাগুলিতে’ নিহত ১

টেকনাফ প্রতিনিধি

  ১১ এপ্রিল ২০১৯, ১০:৩২
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল কাশেম (৩২) নামের একজন ইয়াবাকারবারি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পুলিশের এএসআইসহ তিন পুলিশ সদস্যও। ঘটনাস্থল থেকে অস্ত্র, বুলেট ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়াপাড়া পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ কাসেম ওই এলাকার আনু মিয়ার ছেলে। পুলিশে দাবি তিনি ছয় মামলার পলাতক আসামি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ আরটিভি অনলাইনকে জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দীপংকর রায় সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। আটক মাদককারবারি কাশেমের তথ্য অনুযায়ী তাদের মজুদকৃত অস্ত্র এবং মাদক উদ্ধার অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে তিন জন পুলিশ আহত হন। পুলিশও পাল্টা করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ২টি এলজি, ৯ রাউন্ড তাজা কার্তুজ, ৩৪০০ ইয়াবাসহ গুলিবিদ্ধ কাশেমকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে হাসপাতালে নেয়া হলে মারা যান তিনি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, পুলিশের এএসআই অহিদ উল্লাহ (৩৯), কনস্টেবল হাবিব হোসাইন (২৩) ও তুহিন আহমেদ (২২) আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh