• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পটুয়াখালীতে পাঁচ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ২

পটুয়াখালী প্রতিনিধি

  ১০ এপ্রিল ২০১৯, ১৪:৫৭

পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের রামনাবাদ চ্যানেল সংলগ্ন বঙ্গোপসাগর থেকে পাঁচ লাখ ইয়াবাসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে রামনাবাদ চ্যানেল থেকে অনন্ত ৪৫ কিলোমিটার গভীর বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়। এ সময় ইঞ্জিনচালিত দুটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়।

আটকরা হলেন, জেলার কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের মোবারক শিকদারের ছেলে মোশারফ হোসেন ও মহিপুরের মৃত সোহরাব শিকদারের ছেলে টিপু শিকদার।

কলাপাড়ার নিজামপুর স্টেশনে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, গেল রোববার এফবি মাসুম নামে ইঞ্জিনচালিত একটি মাছ ধরার ট্রলারে করে টেকনাফ থেকে ইয়াবা নিয়ে মহিপুরের উদ্দেশে রওয়ানা দেয় আটক মোশারেফ হোসেন ও টিপু শিকদার। পথিমধ্যে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে ট্রলারের মালিক আল-আমিন, সোহরাব হোসেন, জহির, বেল্লাল ও নিজাম তাদের উদ্ধার করতে বঙ্গোপসাগরের দিকে যায়। গোপন সূত্রে খবর পেয়ে কোস্টগার্ড পায়রা বন্দর, নিজামপুর ও ভোলা কন্টিজেন্স যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।