• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রায়পুরায় আগুনে পুড়লো ১১ দোকান, ক্ষতির পরিমাণ ৫০ লাখ

নরসিংদী প্রতিনিধি

  ১০ এপ্রিল ২০১৯, ১৩:৩১

নরসিংদীর রায়পুরা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে রায়পুরা পৌর এলাকার হাসিমপুর মৌলভী বাজারে এই দুর্ঘটনা ঘটে। দোকান মালিকদের দাবি তাদের প্রায় ৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানি টুটুল জানান, রাত আনুমানিক তিনটার দিকে আগুনের খবর পেয়ে বাজারে ছুটে যান তিনি। ততক্ষণে আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। দোকানে থাকা কর্মচারীদের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি মার্কেটের ১১টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

রায়পুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান শেখ হানিফ আরটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটারি চার্জের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
নরসিংদীতে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষ, নিহত ১ 
গাড়ি মালিকদের জন্য সুখবর
নরসিংদীতে প্রকাশ্যে ইউপি সদস্যকে গুলি ও গলা কেটে হত্যা 
X
Fresh