• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রাম বিমানবন্দরে ছয় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ০৯ এপ্রিল ২০১৯, ১৬:৪২

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৯৬ পিস সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে চট্টগ্রাম শুল্ক বিভাগের কর্মকর্তারা।

মঙ্গলবার বেলা এগারটার দিকে ওই যাত্রীকে আটক করা হয় বলে আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন শাহ আমানত বিমানবন্দরের শুল্ক বিভাগের উপ-কমিশনার নুর উদ্দিন মিলন।

তিনি জানান, আটক যাত্রী এয়ারপোর্টের ভেতরে প্রবেশের পরেই তার ব্যাগ স্ক্যানিং এর আগেই তল্লাশি চালিয়ে ১১ কেজি ২শ’ গ্রাম সোনা উদ্ধার করা হয়। এসময় দিদারুল আলম নামে এক যাত্রীকে ও আটক করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার দাম প্রায় ৬ কোটি টাকা। ওই যাত্রীকে আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএস