• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রাম থেকে রাজশাহীতে ইয়াবা এলো কুরিয়ারে

রাজশাহী প্রতিনিধি

  ০৯ এপ্রিল ২০১৯, ১৪:১৮

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ১৯ হাজার ৫১০ পিস ইয়াবার একটি চালান চট্টগ্রাম থেকে রাজশাহীতে এসেছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার বেলা ১০টার দিকে নগরীর ভদ্রার মোড় থেকে দুই সহোদর মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

তারা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার তাসেফ আলীর দুই ছেলে আপেল মাহমুদ ও রাসেল মাহমুদ।

র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর শিবলী মোস্তফা জানান, মঙ্গলবার সকালে এসএ পরিবহন থেকে দুই সহোদর ইয়াবার চালানটি রিসিভ করে। পরে তারা অটোরিকশা করে ভদ্রার মোড়ের দিকে যায়। তাদের উদ্দেশ্য ছিল ইয়াবার চালানটি বাসে করে জয়পুরহাটে নিয়ে যাওয়ার। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অটোরিকশাটি থামিয়ে তল্লাশি করে। এ সময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৫১০ পিস ইয়াবা, চারটি মোবাইল ফোন, সাতটি সিমকার্ড ও ১০৬টি সাবান জব্দ করা হয়।

শিবলী মোস্তফা আরও জানান, আটকের পর তাদের র‌্যাব অফিসে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসির ক্রয় পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ
ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত বেড়ে ১৪
ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১২
X
Fresh