• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তিনদিন পর মাদ্রাসাছাত্রীকে হত্যাচষ্টার ঘটনায় মামলা

ফেনী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ এপ্রিল ২০১৯, ১৮:৪৭

ফেনীর সোনাগাজীর ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনার তিনদিন পর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

আজ সোমবার বিকেলে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় অজ্ঞাত ৪ জনকে আসামি করে মামলা করেন।

মামলার বিষয়ে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অজ্ঞাত বোরকাপরা মুখোশধারী ৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেপ্তারের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন তারা। এ ঘটনায় জড়িত সন্দেহ পুলিশ ৭ জনকে আটক করেছে।

আটকরা হলেন মাদরাসার প্রভাষক আফসার উদ্দিন, মাদরাসাছাত্র আরিফুল ইসলাম, মো. মোস্তফা, নুরুল আমিন, আলাউদ্দিন, সাইদুল ইসলাম, জসিম উদ্দিন, আফসার উদ্দিন।

এদিকে অভিযুক্ত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. সিরাজ উদদৌলাকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গেল শনিবার সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসায় আলিম পরীক্ষা দিতে গেলে কৌশলে নুসরাতকে ছাদে ডেকে নিয়ে গিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এর আগে গত ২৭ মার্চ অধ্যক্ষের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন মেয়েটির মা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh