• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রংপুরে জামায়াত-শিবিরের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

  ০৮ এপ্রিল ২০১৯, ১৫:২৮

রংপুর নগরীর নীলকণ্ঠ এলাকার একটি ছাত্রাবাস থেকে জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কোতোয়ালি থানা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট কাওছার আলী, ছাত্রাবাসের মালিক ও জামায়াত কর্মী সোহেল রানা লিমন, শিবিরকর্মী মেজবাহুল হক, ইয়াহিয়া মাহমুদ, তাজুল ইসলাম ও খানসামা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক একেএম মাহামুদুর রহমান।

সোমবার রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহম্মদ আবদুল আলীম মাহমুদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, রোববার দিবাগত রাতে নগরীর নীলকণ্ঠ এলাকার মুহিত ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে কোতোয়ালি থানা জামায়াতের সাবেক আমিরসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, ওই ছাত্রাবাস থেকে দুই বস্তা জামায়াত-শিবিরের কার্যক্রম পরিচালনার রেজিস্টার, সদস্যদের নামের তালিকা, চাঁদা আদায় রশিদ, ব্যানার, পোস্টার, লিফলেট, সদস্য সংগ্রহ ফরম, দুটি মোটরসাইকেল, আটটি বাইসাইকেল ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবির কর্মীরা রংপুরে নাশকতার পরিকল্পনা নিয়ে একত্রিত হয়েছিল।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা : রিজভী
বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ 
X
Fresh