• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কর্ণফুলী নদী দূষণের দায়ে একটি বহুজাতিক কোম্পানিকে ৭ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি

  ০৮ এপ্রিল ২০১৯, ১৪:৪২

কর্ণফুলী নদী দূষণের দায়ে আবুল খায়ের গ্রুপের একটি কারখানাকে সাত লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মেট্রো) আজাদুর রহমান মল্লিক রোববার এ বিষয়ে এক শুনানি শেষে এ আদেশ দেন।

প্রতিষ্ঠানটি হলো নগরীর বায়েজিদ বোস্তামি থানার নাসিরাবাদ শিল্প এলাকার মেসার্স আবুল খায়ের কনডেন্সড মিল্ক অ্যান্ড বেভারেজ লিমিটেড।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আজাদুর রহমান মল্লিক বলেন, প্রতিষ্ঠানটিতে পরিবেশসম্মত বর্জ্য পরিশোধন ব্যবস্থা আছে। কিন্তু সেটি অনেকটাই অকার্যকর। সেখান থেকে দূষিত তরল বর্জ্য গিয়ে কর্ণফুলী নদী দূষণ করছে, যার প্রমাণ আমরা পেয়েছি।

এছাড়া কারখানায় উৎপাদন প্রক্রিয়াও স্বাস্থ্যসম্মত নয়। গেল ২৮ মার্চ কারখানাটি পরিদর্শনের পর রোববার তাদের শুনানিতে ডাকা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওয়ালটনের আইনি নোটিশ
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
চাল আমদানির অনুমতি পেল আরও ৫০ প্রতিষ্ঠান
সব শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস উদযাপনের নির্দেশ
X
Fresh