• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রীর মৃত্যুর পর টনক লড়লো কর্তৃপক্ষের

বরগুনা প্রতিনিধি

  ০৮ এপ্রিল ২০১৯, ১২:৪৬

ভিম ধসে তৃতীয় ছাত্রীর মৃত্যুর পর বরগুনার তালতলী উপজেলার ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ।

দুদক বরগুনা-পটুয়াখালী অঞ্চলের উপ-পরিচালক মোজাম্মেল হোসেনের নেতৃত্বে দুদকের একটি টিম স্কুলটি পরিদর্শন করেছে। পরে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে সিলগালা করা হয়েছে।

প্রসঙ্গত, গেল শনিবার বেলা ১২টার দিকে তালতলী উপজেলার ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিম ধসে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মানসুরা বেগম মারা যায়। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।

বিদ্যালয়টির সিনিয়র শিক্ষক জাকির হোসেন চুন্নু আরটিভি অনলাইনকে জানান, তিন কক্ষের একতলা বিদ্যালয় ভবনটি ২০০২ সালে নির্মাণ করা হয়। ভবনটি নির্মাণ করেন বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদারের ভাগ্নে সেতু এন্টারপ্রাইজের মালিক আবদুল্লাহ আল মামুন। ভবনটি নির্মাণের এক বছরের মধ্যেই গ্রেড ভিমে ফাটল ধরেছিলো।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
X
Fresh