• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নিরাপত্তা বাড়াতে সেন্টমার্টিনে বিজিবি মোতায়েন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ এপ্রিল ২০১৯, ১৮:২২
বাড়তি নিরাপত্তায় টেকনাফে বিজিবি সদস্যদের টহল; ছবি:সংগৃহীত

মিয়ানমার সীমান্তবর্তী দ্বীপ সেন্টমার্টিনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সীমান্ত পাহারার অংশ হিসেবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১৯৯৭ সালের পর হঠাৎ সেন্টমার্টিন দ্বীপ এলাকায় বিজিবি মোতায়েন করা হলো।

রোববার বিকেলে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৯৯৭ সালের আগ পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে বিজিবি ছিল। এরপর থেকে সেখানে বিজিবির কার্যক্রম বন্ধ ছিল। এতদিন ধরে কোস্টগার্ড সদস্যরা ওই সীমানা পাহারা দিয়ে আসছিল। সেন্টমার্টিনে বিজিবির একটি বিওপি স্থাপনের কার্যক্রম চলছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে বিজিবি মোতায়েনের বিষয়টি। তাই আজ থেকে আবারও ২৪ ঘণ্টা পাহারার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, শত্রুরা যাতে কোনোভাবে দেশের সীমানায় আঘাত হানতে না পারে সেজন্যে প্রতিদিন বিজিবি সদস্যদের নিয়ে দ্বীপের বিভিন্ন এলাকায় মহড়া চলবে। তবে বিভিন্ন গণমাধ্যমে ভারী অস্ত্রের যে খবর এসেছে তা সঠিক নয়। স্বাভাবিকভাবেই টহল করছে বিজিবি।

মোহসিন রেজা বলেন, বিজিবির পাশাপাশি কোস্টগার্ডও সেন্টমার্টিনে টহল দিবে। এতে করে সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, সীমান্তের নানা অপরাধ দমনে অনেকটা সহায়ক হবে।

বিজিবির টেকনাফ ২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সরকার মোস্তফা আরটিভি অনলাইনকে বলেন, বিজিবি আগেও ছিল। আমরা নতুন করে সীমান্তে নিরাপত্তা জোরদার করার জন্য টহলের সিদ্ধান্ত নিয়েছি। তাই সেন্টমার্টিনে বিজিবির একটি বিওপি স্থাপনের কার্যক্রম চলছে।

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেন্টমার্টিন দ্বীপে নৌবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
চলছে শিল্পী সমিতির নির্বাচন : এফডিসিতে নিরাপত্তা জোরদার
পালিয়ে এলেন মিয়ানমারের আরও ৪৬ সীমান্তরক্ষী
X
Fresh