• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আন্দোলন চলছেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে, আজ গণঅনশনে শিক্ষার্থীরা

বরিশাল সংবাদদাতা

  ০৫ এপ্রিল ২০১৯, ১৪:২৪

ভিসির পদত্যাগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ১০ম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আজ শুক্রবারও তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সমনে অনশন কর্মসূচি পালন করছে।

প্রতিটি অনশনের মাধ্যমে তারা জানাতে চাচ্ছেন, শিক্ষার্থীদের দাবি যদি মেনে না নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথবা উপাচার্য যদি পদত্যাগ না করেন তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন।

গতকাল পুলিশ কমিশনার শিক্ষার্থীদের আলোচনার একটি আহ্বান জানিয়েছিলেন। যা আগামীকাল শনিবার হওয়ার কথা রয়েছে। সে সভায় হয়তো সিদ্ধান্ত নেয়া হতে পারে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, শিক্ষকরা কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু এর আগেও শিক্ষকদের কাছে বিভিন্ন দাবি করা হলেও তারা কোনও ধরনের সারা দেয়নি। বিভিন্নভাবে তারা শিক্ষার্থীদের উপেক্ষা করেছেন। শিক্ষকদের প্রতি আস্থা নাই। তাই তাদের সঙ্গে কোনও প্রকার আলোচনায় বসতে রাজি নই। যে দাবি করা হয়েছে সে দাবিতে মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চালতে থাকবে।

শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলার অভিযোগ এনে শিক্ষার্থীরা বৃহস্পতিবারও কিছুক্ষণের জন্য সড়ক অবরোধ করেছিল।

২৬ মার্চ শিক্ষার্থীদের বাদ দিয়ে স্বাধীনতা দিবসের উদযাপন করায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের ভিসি রাজাকারের বাচ্চা বলে গালি দিলে এই আন্দোলন আরও বেগবান হয়। এরপর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হয় এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
X
Fresh