• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১

আরটিভি অনলাইন

  ০৪ এপ্রিল ২০১৯, ১৫:৪১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় রোকন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইছড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকন ওই গ্রামের সাদত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায় স্বতন্ত্র প্রার্থী রফিক উদ্দিন ঠাকুরের সমর্থক বড়ইছড়া গ্রামের আহসান উল্লার সঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমানের সমর্থক ফারুক মিয়ার লোকজনের মধ্যে নির্বাচন নিয়ে বুধবার সন্ধ্যায় বাগ বিতণ্ডা হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষের হামলায় রোকন মিয়া গুরুতর আহত হন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে অরুয়াইল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মো. জাকির হোসেন খন্দকার আরটিভি অনলাইনকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধান শুকানোর জায়গা নিয়ে দু’পক্ষের ৩ ঘণ্টা সংঘর্ষ, আহত ৫০
ভারতের লোকসভা নির্বাচনে শুক্রবার থেকে ভোটগ্রহণ
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন যারা
X
Fresh