• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ছিনতাইয়ের সময় জনতার হাতে পুলিশ আটক

জয়পুরহাট প্রতিনিধি

  ০৪ এপ্রিল ২০১৯, ০৯:১০

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকায় ৮ লাখ টাকা ছিনতাইকালে জেলার পাঁচবিবি থানার পুলিশ কনস্টেবল মুহিদুল ইসলামকে (৪০) আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বুধবার সন্ধ্যায় ক্ষেতলাল উপজেলার বটতলী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, জেলার কালাই উপজেলার পুনট বাজারের মুরগী ব্যবসায়ী খালেক ও তার কর্মচারী জয়পুরহাট শহরের ইসলামী ব্যাংক থেকে ৮ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে তার কর্মস্থলে ফিরছিলেন। ব্যাংক এলাকা থেকে পাঁচবিবি থানার পুলিশ কনস্টেবল মোটরসাইকেলযোগে পিছু নিয়ে বটতলী ব্রিজ এলাকায় জোরপূর্বক ওই ব্যবসায়ীর মোটরসাইকেলের গতিরোধ করে। পরে ওই পুলিশ কনস্টেবল মাদক মামলার ভয় দেখিয়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এসময় ব্যবসায়ী ও তার কর্মচারীর চিৎকারে স্থানীয় জনতা পুলিশ সদস্য মুহিদুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পাঁচবিবি থানার ওসি বজলার রহমান জানান, কোনও মামলার আসামী বা মাদক দ্রব্য আটকের জন্য মুহিদুলকে অনুমতি দেয়া হয়নি বা নিজ কর্মস্থল ছাড়া তিনি কেন অন্য থানা এলাকায় গেলেন তাও তিনি জানেন না। অভিযুক্ত পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে এবং তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
পুলিশ লাইনস পুকুরে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু
X
Fresh