• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রোগীর পেটে এক ইঞ্চি লম্বা পেরেক

চট্টগ্রাম প্রতিনিধি

  ০২ এপ্রিল ২০১৯, ১১:৩৫

চট্টগ্রাম নগরীতে শহিদুল ইসলাম নামে এক রোগীর পেট থেকে প্রায় এক ইঞ্চি লম্বা একটি পেরেক বের করা হয়েছে।

গতকাল সোমবার ওষুধ খাইয়ে ওই রোগীর পায়ুপথ দিয়ে পেরেকটি বের করে আনা হয়।

শহিদুল ইসলাম পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে শেফ হিসেবে কর্মরত আছেন।

নগরীর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা. নাহিদ হাসান বলেন, পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শহিদুল। রোগীর অ্যান্ডোস্কোপি করে জানা যায় তার পেটে একটি পেরেক রয়েছে। এরপর ওষুধ সেবন করিয়ে পায়ুপথ দিয়ে সেটি বের করে আনা হয়।

হাসপাতালের ডাক্তার ডা. নাহিদ হাসান বলেন, ওই রোগীর পেটে পেরেকটা কিভাবে গেলো সেটি এখনও জানা যায়নি। রোগীও এ বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে গরমে বাড়ছে ডায়রিয়া রোগী, বেশির ভাগই শিশু
চিকিৎসকদের রোগী দেখার সংখ্যা বেঁধে দেবে সরকার
সাধ্যমতো সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি : স্বাস্থ্যমন্ত্রী
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, রোগীর স্বজনদের মারধরের অভিযোগ
X
Fresh