• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নেত্রকোনায় শিক্ষকের অপসারণের দাবিতে ক্লাস বর্জন

নেত্রকোনা প্রতিনিধি

  ০১ এপ্রিল ২০১৯, ২১:১২

নেত্রকোনার মদনে আরবি শিক্ষক নূরে আলম খানের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আজ সোমবার সকালে বাস্তা ইসলামিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে তারা বিক্ষোভ সমাবেশে করে। এসময় বক্তব্য রাখে শিক্ষার্থী ও অভিভাবকরা।

পরে উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করতে মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মুসলিম মিয়া ও সহ-সুপার হাবিবুর রহমান অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এ আশ্বাসে শান্ত না হয়ে যতক্ষণ পর্যন্ত শিক্ষক নূরে আলম খানকে অপসারণ না করা হবে ততক্ষণ পর্যন্ত ক্লাস বর্জন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।

সোমবার মাদরাসায় সরজমিনে গেলে সেই অভিযুক্ত আরবি শিক্ষক নূরে আলম খানকে মাদরাসায় পাওয়া যায়নি। মোবাইল ফোনে তিনি বলেন, আমি মাদরাসায় থেকে ছুটি নিয়েছি।

গেল শনিবার আরবি শিক্ষক নূরে আলম খানের তাড়া খেয়ে মাদরাসার দ্বিতলভবন থেকে পড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী রায়হান তালুকদার গুরুতর আহত হওয়ার প্রেক্ষিতে শিক্ষার্থীরা এ আন্দোলনে নামে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh