• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঝিনাইদহে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, সরবরাহ বন্ধ

ঝিনাইদহ প্রতিনিধি

  ৩১ মার্চ ২০১৯, ২০:৫৯

ঝিনাইদহ পাওয়ার হাউজের ৩৩/১১ কেভি উপকেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুতের প্যানেল বোডসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।

আজ রোববার বিকালে আগুনের ঘটনা ঘটে। এরপর থেকেই সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, ঝিনাইদহ পাওয়ার হাউজে আগুণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারনা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

ঝিনাইদহ ওজোপাডিকোর উপ-বিভাগীয় প্রকৌশলী অনুপম চক্রবর্তী ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও মৌখিকভাবে বলেন, আগুনে কত টাকার ক্ষতি হয়েছে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কত সময়ে বিদ্যুৎ সরবরাহ করা যাবে তাও বলতে পারেননি তিনি। গোটা জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তবে চেষ্টা চলছে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা
আরটিভির ঝিনাইদহ প্রতিনিধি শিপলু জামানের বাবা আর নেই
কালীগঞ্জে ঊষার ইফতার ও দোয়া মাহফিল
X
Fresh