• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

উপজেলা চেয়ারম্যানের গাড়ির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, বাবা-মেয়ে নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মার্চ ২০১৯, ১৫:৫০

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি পাজেরো জিপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার শিশুকন্যার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ওই ব্যক্তির স্ত্রী। জানা যায়, পাজেরো জিপটি বান্দরবানের লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরীর।

আজ রোববার সকাল ১০টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তিরহাট সেলিমা কাদের ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার কোদালা গ্রামের বাসিন্দা আবদুল আজিজ (৫০) ও তার মেয়ে আফিসা (৩)।

দুর্ঘটনায় আহত হয়েছেন আবদুল আজিজের স্ত্রী তাহেরা বেগম ও অটোরিকশা চালক কাঞ্চন দাশ। আহত দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া বলেন, সকালে কাপ্তাইমুখী লামা উপজেলা চেয়ারম্যানের পাজেরো জিপ ও চট্টগ্রামমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে নিয়ে আসলে আবদুল আজিজকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশু আফিসার মৃত্যু হয়।

আজিজের স্ত্রী আহত তাহেরা বেগম ও অটোচালক কাঞ্চন দাশকে চিকিৎসাধীন আছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
বাস থেকে পড়ে যান হেলপার, মাথার ওপর দিয়ে চলে গেল চাকা
মেহেদির রং শুকানোর আগেই প্রাণ গেল প্রবাসী যুবকের
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
X
Fresh