• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ধানমন্ডির আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মার্চ ২০১৯, ২১:৩০
প্রতীকী ছবি

এবার রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ করলে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডির ১১/এ নম্বর সড়কের ৬৩ নম্বর বাসায় আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

মোহাম্মদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টেলিফোন অপারেটর ফায়ারম্যান মো. রোমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গেছে। আধাঘণ্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. মাহফুজ জানান, কি কারণে আগুন লেগেছে সেটি এখনও জানা যায়নি। বাসার সামান্য কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল লতিফ আরটিভি অনলাইনকে বলেন, ১১/এ সড়কের ৬৬ নম্বর বাসায় আমরা আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানমন্ডিতে ভবনে আগুন
রাজস্ব ঘাটতি হতে পারে ৮২ হাজার কোটি টাকা : সিপিডি
৭ মার্চ উপলক্ষে আ.লীগের কর্মসূচি
দেশের ২৪ শতাংশ বাসের ফিটনেস নেই
X
Fresh