• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গুলশানে ডেল্টা লাইফ ভবনের আগুন নিয়ন্ত্রণে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মার্চ ২০১৯, ১৬:৫২
গুলশান-২ এ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ভবনের পাঁচতলায় আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিস; ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর এফ আর টাওয়ার ও গুলশান ১ এর কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের পর গুলশান-২ এ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ভবনের পাঁচতলায় আগুন লেগেছে।

শনিবার (৩০ মার্চ) বিকেল পোনে চারটার দিকে আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভবনটির প্রকৌশলী আরিফ হোসেন বলেন, চারতলার কোনার দিকে একটি স্টোর রুমের লাইট বিস্ফোরিত হয়। তার কারণে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। আমরা নিজেদের ব্যবস্থাপনায় আগুন নেভাতে সক্ষম হয়েছি। আমাদের ভবনে আগুন নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা আছে।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
ডিএনসিসির সঙ্গে চীনের আনহুই প্রদেশের সমঝোতা স্মারক সই
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা মিললে নির্মাণকাজ বন্ধ : মেয়র তাপস
X
Fresh