• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বুয়েটের ছাড়পত্র ছাড়া এফ আর টাওয়ার ব্যবহার করা যাবে না: ডিএমপি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ মার্চ ২০১৯, ১৭:১০
শুক্রবার দুপুরে বনানীর এফ আর টাওয়ার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার; ছবি: সংগৃহীত

বুয়েটের অ্যাসেসমেন্ট বা ছাড়পত্র ছাড়া এফ আর টাওয়ার ব্যবহারের অনুমতি দেয়া হবে না। বললেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে বনানীর এফ আর টাওয়ার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভবনটি ব্যবহারের উপযুক্ত কিনা সেটিও পরীক্ষা করে দেখতে হবে। কেননা আমাদের কারণে যেন আর কোনও দুর্ঘটনা না ঘটে। এর পরে যদি এই ভবনে কোনও দুর্ঘটনা ঘটে তাহলে আমরা এর দায় এড়াতে পারব না।

ডিএমপি কমিশনার আরও বলেন, আজকের মধ্যেই এখানে কাজের সমন্বয়ের জন্য অফিস স্থাপন করা হবে। ঢাকা উত্তর সিটি, রাজউক, ডিএমপি ও ফায়ার সার্ভিসের কাজ সমন্বিতভাবে করা হবে।

আছাদুজ্জামান মিয়া বলেন, ভবনের মালিককে আমরা শনাক্ত করতে পেরেছি। এই ঘটনার সঙ্গে আরও লোকের দায়িত্ব অবহেলা থাকতে পারে। বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, গতকাল রাতের একটা সময় পর্যন্ত ১৯টি মরদেহের কথা ফায়ার সার্ভিস থেকে জানতে পারি। পরে ভবন সার্চ করে ভিতর থেকে আরও ছয়টি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। যেহেতু ফায়ারম্যান ছাড়া ভবনে আর কারও যাওয়ার অনুমতি নেই, তাই ফায়ার সার্ভিসের তথ্যের ওপরই আমাদের নির্ভর করতে হচ্ছে। এখন মোট নিহতের সংখ্যা ২৫ জন।

এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, এ ঘটনায় আইনের যথাযথ ধারায় মামলা করা হবে। বিল্ডিংয়ের নির্মাণ থেকে শুরু করে সবকিছু ঠিক ছিল কিনা, তা খতিয়ে দেখে মামলা করা হবে।

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুয়েটের সব পরীক্ষা স্থগিত ঘোষণা
শিক্ষার্থীদের দাবির মুখে পরীক্ষা স্থগিত করল বুয়েট
বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালককে অব্যাহতি
কিউএস বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে স্থান পেলো বুয়েট-ঢাবি
X
Fresh