• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বনানীতে আগুন: দুরন্ত টিভি ও রেডিও টুডের সম্প্রচার বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মার্চ ২০১৯, ১৬:৫৩

রাজধানীর বনানীতে বহুতল ভবনের এফ আর টাওয়ারে আগুন লাগায় পার্শ্ববর্তী ভবনে থাকা দুরন্ত টেলিভিশন ও রেডিও টুডের সম্প্রচার সাময়িক বন্ধ রাখা হয়েছে।

পানি সংকটে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। এরইমধ্যে যোগ দিয়েছে বিমান বাহিনীর তিনটি হেলিকপ্টার। নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে টাওয়ারের ৮ বা ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এছাড়া শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে, ভবনের ভেতর আটকা পড়েছেন অনেকে। জীবন রক্ষার্থে অনেকে ভবনের ছাদেও আশ্রয় নিয়েছে। পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এরমধ্যে ভবনের কাঁচ ভেঙে আটকদের উদ্ধার করার চেষ্টা চলছে।

এরই মধ্যে আশেপাশের ভবন থেকে সরে গেছেন বাসিন্দারা। এছাড়া আগুনের উত্তাপে ভবনের কাঁচ ফেটে যাচ্ছে বলেও জানা গেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
টঙ্গীতে আগুনে পুড়ল খাদ্যপণ্যের ১২ গুদাম
আরটিভিতে আজ যা দেখবেন
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
X
Fresh