• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মেহেরপুরে শিলাবৃষ্টিতে কৃষকের মাথায় হাত

মেহেরপুর প্রতিনিধি

  ২৭ মার্চ ২০১৯, ১৫:২৩

মেহেরপুরে হঠাৎ শিলাবৃষ্টিতে আমের গুটিসহ বিভিন্ন ফসলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার সকাল সাড়ে আটটার দিকে মুজিবনগর উপজেলার যতারপুর, মোনাখালী, দারিয়াপুর, বিশ্বনাথপুর সদর উপজেলার আমদহ, চকশ্যামনগর, কোলা ও পিরোজপুর এবং গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ও বামুন্দি এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে বলে এলাকার কৃষকরা জানিয়েছেন।

এতে গম, তামাক, কচু, কলা, সজনে ও আমের গুটিসহ বিভিন্ন উঠতি ফসলের ক্ষতি হয়েছে।

মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের কৃষক হাবিবুর জানান, এ ক্ষতি পুষিয়ে উঠতে কৃষকদের বেগ পেতে হবে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. মো. আখতারুজ্জামান জানান, এলাকাভিত্তিক শিলাবৃষ্টির খবর আমাদের কাছে এসেছে। মুজিবনগরে তেমন ক্ষতি হয়নি। গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে ছোট ছোট শিলা হয়েছে। এতে চিন্তার কিছু নেই। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এলাকা পরিদর্শন করছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ক্ষতির পরিমাণ নিরুপণ করা যাবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিলাবৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা
বৃষ্টির সঙ্গে পড়ল ২৫০ গ্রাম ওজনের শিলা
জিয়া ছিলেন মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী: পররাষ্ট্রমন্ত্রী
যেসব অঞ্চলে শিলাবৃষ্টির শঙ্কা
X
Fresh