• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নির্মাণ শ্রমিক নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ২৭ মার্চ ২০১৯, ১২:২৬

লক্ষ্মীপুর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকলের মুখোমুখি সংঘর্ষে এক নির্মাণ নিহত হয়েছেন।

এ ঘটনায় লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্র রিংকুসহ আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার সকালে সদর উপজেলার খিলবাইছা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরমান সদরের মির্জাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও স্থানীয় মক্কা মেটাল ওয়ার্কশপের শ্রমিক। আহতরা হলেন মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী রিংকু, সিনএজির যাত্রী আঞ্জুমানারা বেগম ও আবুল হোসেন।

পুলিশ জানায়, সকালে আরমান ও রিংকু মোটরসাইকেল করে শহরে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে একটি সিএনজি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী আরমান ও রিংকুসহ চারজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু
নোয়াখালীতে ‘হিটস্ট্রোকে’ শিক্ষার্থীর মৃত্যু
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
X
Fresh