• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কুড়িগ্রামে ঝড়ে গাছের ডাল মাথায় পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি (উত্তর)

  ২৬ মার্চ ২০১৯, ২১:৩৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আকস্মিক ঝড়ে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নলেয়া কুড়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত্যু স্কুল ছাত্রের নাম ছুমির উদ্দিন। সে এ্যাব্লুম কিন্ডার গার্ডেনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং উপজেলার ইসলামপুর গ্রামের মহর আলীর সন্তান।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ছুমির স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুড়ার পাড় নামক স্থানে পৌঁছলে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ে একটি শুকনো গাছের ডাল তার মাথায় পড়ে মারাত্মক আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক এস এম সায়েম বলেন, গাছের ডাল ভেঙে পড়ে ছুমির মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানোর পর স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে স্বাধীনতা দিবসে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠান চলার সময় ঝড়ে প্যান্ডেলের বাঁশ মাথায় পড়ে আল-আমিন নামের এক যুবক আহত হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু 
মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
স্কুলছাত্রীকে তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ
দাদির সঙ্গে নদীতে নেমে স্রোতে ভেসে গেল স্কুলছাত্র
X
Fresh