• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঝড়ো বাতাসে নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি

  ২৬ মার্চ ২০১৯, ১৮:৪৭

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ঝড়ো বাতাসের কারণে বন্ধ রয়েছে ফেরি চলাচল।

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল থেকে ঝড়ো বাতাস শুরু হওয়ায় পদ্মা নদীতে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে কাঁঠালবাড়ী ফেরিঘাট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে শিমুলিয়া থেকে যে ফেরিগুলো কাঁঠালবাড়ীর উদ্দেশে রওনা দিয়েছিল সেগুলো কাঁঠালবাড়ী ঘাটে আসছে।

বাতাস কমে গেলে পরিস্থিতি অনুযায়ী ফেরিগুলো শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাবে। পরিবহন লোড করে তিনটি ফেরি ঘাটে রয়েছে বলেও জানান তিনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন
ঈদে দৌলতদিয়া-পটুরিয়া নৌরুটে চলবে ২০ লঞ্চ ও ১৫ ফেরি
‘বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস’
‘আ.লীগ সরকার সরকারিভাবে ইফতার বন্ধ করেছে’
X
Fresh