• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি

  ২৫ মার্চ ২০১৯, ২২:৫৫

চট্টগ্রামে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া ও ৫ পুলিশ কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ভুক্তভোগী।

সোমবার সকালে মহানগর দায়রা জজ মো. আকবর হোসেন মৃধার আদালতে নুরুল আবছার নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।

আদালত দুর্নীতি দমন কমিশনের পরিচালককে উপযুক্ত তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী আরজিতে উল্লেখ করেন, ২০১৮ সালের ১ জুন দুপুরে পতেঙ্গা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ১৫ লাখ টাকা আদায় করে। পরে ৩ জুন ৪০ বোতল মদ দিয়ে মিথ্যা মাদক মামলায় তাকে আদালতে চালান দেয়া হয়।

মামলার আসামিরা হলেন- পতেঙ্গা থানার সাবেক ওসি ও বর্তমানে পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া, পতেঙ্গা থানার এসআই তরুণকান্তি শর্মা, এসআই প্রণব, এসআই আবদুল মমিন, এএসআই কামরুজ্জামান, এএসআই মিহির ও তিন মাদক ব্যবসায়ী। প্রায় দুই মাস কারাভোগের পর মুক্তি পান নুরুল আবছার।

চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ৬ জন পুলিশের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালককে উপযুক্ত তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে তদন্তের আদেশ দিয়েছেন।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনা প্রেস ক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
স্ত্রীসহ সাবেক এমপির পিএসের বিরুদ্ধে দুদকের মামলা
অচল গার্মেন্টসকে সচল দেখিয়ে ২ কোটি টাকা লোপাটের অভিযোগ
X
Fresh