• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন ৫ মে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মার্চ ২০১৯, ১৯:২৫

নতুন ঘোষিত ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫মে ভোট গ্রহণের দিন ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২৫ মার্চ) নির্বাচন কমিশনের ৪৬তম বৈঠকে এই সিদ্ধন্ত হয়। পরে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী এ নির্বাচনে ১৩০ টি কেন্দ্রের সব কটিতে ইভিএমে ভোট হবে।

নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৮ এপ্রিল, বাছাই হবে ১০ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ১৭ এপ্রিল।

সচিব জানান, ময়মনসিংহ সিটি করপোরেশনে ৪৬টি ওয়ার্ড রয়েছে। নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

গত বছরের এপ্রিল মাসে ময়মনসিংহকে নতুন সিটি করপোরেশন করা হয়। ময়মনসিংহ দেশের দ্বাদশ সিটি করপোরেশন। গত বছরের ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে ময়মনসিংহকে সিটি করপোরেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইভিএমে আঙুলের ছাপ মিলছে না, ভোট দিতে পারছেন না বয়স্করা
ইভিএমে ভোগান্তির অভিযোগ মেয়র প্রার্থীর
কুমিল্লা সিটিতে ভোটার উপস্থিতি কম
X
Fresh