• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিমানের কাছে ৬ দফা দাবিতে সিলেটে অবস্থান ধর্মঘট

সিলেট প্রতিনিধি

  ২৫ মার্চ ২০১৯, ১৪:৪৬

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট চালু করা, যাত্রী হয়রানী বন্ধ এবং সিলেটি প্রবাসীদের আসন সংরক্ষণসহ ৬ দফা দাবিতে কর্মবিরতি ও গণঅবস্থান কর্মসূচি পালন করেছে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ-আটাব।

আজ সোমবার বেলা ১১টা থেকে নগরীর মজুমদারীস্থ বিমান অফিসের সম্মুখে দুই ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচির শুরু হয়।

অবস্থান কর্মসূচিতে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট অঞ্চলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন সিদ্ধান্তের কারণে সিলেটের অঞ্চলের ট্রাভেল এজেন্টসহ প্রবাসী, ওমরা ও হজ্জপালনকারীরা হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণার পরও বিভিন্ন কারণ দেখিয়ে সিলেট থেকে সরাসরি বহির্বিশ্বে ফ্লাইট যাতায়াত ও বিদেশি এয়ারলাইন্স আসা-যাওয়া বন্ধ রাখা হয়েছে।

বক্তারা বলেন, সিলেটের ওমরা ও হজ্জ পালনকারীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সিলেট থেকে যাতায়াত করতে চান কিন্তু তাদের জন্য আসন সংকট তৈরি করে রাখা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে কমন ভাড়া নির্দিষ্ট থাকলেও সিলেটিদের জন্য অতিরিক্ত ভাড়ার সিস্টেম চালু করে রাখা হয়েছে। এ কারণে সিলেটের যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। তাছাড়া অতিরিক্ত টাকা খরচ করে ঢাকা থেকে বিমানের ফ্লাইট ধরতে হচ্ছে তাদের।

আটাবের দাবিগুলো হলো- সিলেটের যাত্রীদের জন্য সপ্তাহে একটি সিলেট-জেদ্দা-সিলেট ফ্লাইটের ব্যবস্থা করা অথবা কমন ভাড়ায় নির্দিষ্ট আসন বরাদ্দ রাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জেদ্দা, দুবাই লন্ডনসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে নির্ধারিত কমন ভাড়া বহাল রাখা, সিলেট থেকে জেদ্দা-লন্ডন-দুবাই রুটে সরাসরি ফ্লাইটে অগ্রাধিকার ভিত্তিতে কমন ভাড়ায় সিলেটিদের আসন বরাদ্দ রাখা, সিলেট অঞ্চলের যাত্রীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ পরিহার করা, সপ্তাহে ধার্যকৃত জেদ্দা-সিলেট দুটি ফ্লাইটে সিলেটের যাত্রীদের জন্য ‘ইউ’ ক্লাসে প্রয়োজনীয় আসন বরাদ্দ রাখা এবং ওসমানী বিমানবন্দরের রানওয়ের শক্তি বৃদ্ধির কাজ দ্রুতগতিতে সম্পন্ন করে সরাসরি ফ্লাইটের ব্যবস্থা করা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
দুবাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, দুর্বিষহ জনজীবন
তেহরানে বিমান চলাচল স্বাভাবিক
X
Fresh