• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ছবি তোলায় সাংবাদিককে ছাত্রলীগ নেতাদের মারধরের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

  ২৫ মার্চ ২০১৯, ১৩:২৭

নির্বাচন পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতি মোবাইলে ধারণ করার অপরাধে সোহেল রানা নামে এক সংবাদকর্মীকে মারধরের অভিযোগ ওঠেছে গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফাহিম খন্দকারের বিরুদ্ধে।

রোববার রাত নয়টার পর গাজীপুরের শ্রীপুর(মাওনা চৌরাস্তা) এলাকায় ওই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। পরে গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোহেল রানা বেসরকারি টেলিভিশন মাইটিভির শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত।

সাংবাদিকের ভাই আমানউল্লাহ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে তারা আমার উপরেও চড়াও হতে চেয়েছিল। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় সোহেল ভাইকে উদ্ধার করা হয়।

সোমবার সকালে হাসপাতালে ভর্তি অবস্থায় আহত সাংবাদিক সোহেল রানা আরটিভি অনলাইনকে জানান, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ আলম রবিনের বাসায় হামলা চালানোর সময় ছবি তুলতে গেলে ফাহিম ও তার ক্যাডার বাহিনী হঠাৎ তার ওপরে হামলা চালায়। যে মোবাইল দিয়ে ছবি তুলা হচ্ছিল সেটাও ছিনিয়ে নেয়া হয়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনার রাতেই কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফাহিমকে ধরার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গতকাল রোববার শ্রীপুরে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ছাত্রলীগ নেতা ফাহিম খন্দকার সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শামসুল আলম প্রধান বিজয়ী হওয়ার পর এ ঘটনা ঘটে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
গাজীপুরের টঙ্গীতে ঝুটের গুদামে আগুন
X
Fresh