• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

গাজীপুর প্রতিনিধি

  ২৪ মার্চ ২০১৯, ১১:৪১
ছবি-সংগৃহীত

নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ সড়ক ও ঢাকা টাঙ্গাইল সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

আজ রোববার সকালে ১০টার দিকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে চান্দনা চৌরাস্তায় অবস্থান নেয়।
এসময় মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, গতকাল শনিবার গাজীপুরের সালনায় একটি বাসের চাপায় স্থানীয় একটি কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এরই প্রতিবাদে আজ সকালে ভাওয়াল কলেজ লিংকন কলেজ, সিটি কলেজ ও কমার্স কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সড়কে নেমে আসে। তারা চৌরাস্তার জাগ্রত চৌরঙ্গীর পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে।

এসময় তারা ‘খুনি কেন বাহিরে’ এবং ‘ওই ওয়ান্ট জাস্টিস’ এই ধরনের স্লোগান দিতে থাকে।

এদিকে পুলিশ এসে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছে।

----------------------------------------------------------------
আরও পড়ুন : গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
----------------------------------------------------------------


উল্লেখ্য, গতকাল শনিবার দুপুরে গাজীপুর মহানগরের সালনা এলাকার কনকর্ড টাওয়ারের সামনে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুইজন আহত হন।

নিহত কলেজছাত্ররা হলেন, গাজীপুর মহানগরের মাস্টারবাড়ি এলাকার জুম্মান হোসেন নাছির (১৮) ও ভীমবাজার এলাকার রবিন (২২)।

আহতরা হলেন-দক্ষিণ বাউপাড়া এলাকার আলামিন (১৮) ও অটোরিকশার যাত্রী আসোয়াত (১১)।

নাছির, রবিন ও আলামিন স্থানীয় লিঙ্কন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর আরটিভি অনলাইনকে জানান, শনিবার দুপুরের দিকে হতাহত তিন শিক্ষার্থী কলেজ থেকে মোটরসাইকেলে করে ঢাকা-ময়মনসিংহ রোড দিয়ে বাড়ি যাচ্ছিল। মোটরসাইকেলটি সালনা এলাকার কনকর্ড টাওয়ারের সামনে আসলে উল্টোপথে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে মহাসড়কের ওপর পড়ে যায়। এসময় ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাস কলেজছাত্র নাছিরকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। অপরদিকে আহত রবিনকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে সে মারা যায়। তাদের সঙ্গে থাকা আলামিন নামের অপর একজন শিক্ষার্থী আহত হন।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করবে না নিসচা
X
Fresh