• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বাস থেকে ফেলে শিক্ষার্থীকে হত্যার অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি

  ২৩ মার্চ ২০১৯, ২১:০৭

মৌলভীবাজারের শেরপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) এক শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে বাসচাপায় হত্যার অভিযোগ উঠেছে হেলপারের বিরুদ্ধে। নিহতের সহপাঠীরা এই অভিযোগ করেন।

শনিবার বিকেল পাঁচটার দিকে সিলেট-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম ওয়াসিম আফনান (২১) । তার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্র গ্রামে। তার বাবার নাম মো. আবু জাহেদ মাহবুব ও মা ডা. মীনা পারভিন।

ওয়াসিম আফনান সিকৃবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের ছাত্র।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : উল্টো পথে আসা বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত
---------------------------------------------------------------------

প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াসিমকে বাস থেকে ফেলে দেয় হেলপার। পরে তার ওপর দিয়ে বাস চালিয়ে নিয়ে যায় বাসের চালক। ওয়াসিমের মরদেহ সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। খবর পেয়ে রাত পৌনে আটটায় সিকৃবির ছাত্ররা ওসমানী হাসপাতালে ছুটে যান। এ সময় উত্তেজিত ছাত্ররা বাসচালক ও হেলপারের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। সেখান থেকে শতাধিক ছাত্র ছুটে যান নগরীর দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনালে। সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাংচুর চালায়।

শেরপুর হাইওয়ে পুলিশের ফাঁড়ির ইনচার্জ কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে সিলেটের বেগমপুর থেকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।


আরও পড়ুন

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
তালতলীতে ‘হিটস্ট্রোকে’ শ্রমিকের মৃত্যু
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
X
Fresh