• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এবার গাজীপুরে বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত

গাজীপুর প্রতিনিধি

  ২৩ মার্চ ২০১৯, ১৮:৫৩

গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে মহানগরের সালনা এলাকার কনকর্ড টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্ররা হলেন, গাজীপুর মহানগরের মাস্টারবাড়ি এলাকার জুম্মান হোসেন নাছির (১৮) ও ভীমবাজার এলাকার রবিন (২২)।

আহতরা হলেন-দক্ষিণ বাউপাড়া এলাকার আলামিন (১৮) ও অটোরিকশার যাত্রী আসোয়াত (১১)।

নাছির, রবিন ও আলামিন স্থানীয় লিঙ্কন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

গাজীপুর মেট্টোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর আরটিভি অনলাইনকে জানান, শনিবার দুপুরের দিকে হতাহত তিন শিক্ষার্থী কলেজ থেকে মোটরসাইকেলে করে ঢাকা-ময়মনসিংহ রোড দিয়ে বাড়ি যাচ্ছিল। মোটরসাইকেলটি সালনা এলাকার কনকর্ড টাওয়ারের সামনে আসলে উল্টোপথে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে মহাসড়কের ওপর পড়ে যায়। এ সময় ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাস কলেজছাত্র নাছিরকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। অপরদিকে আহত রবিনকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে সে মারা যায়। তাদের সঙ্গে থাকা আলামিন নামের অপর একজন শিক্ষার্থী আহত হন। এছাড়া অটোরিকশার যাত্রী আসোয়াত নামের এক কিশোরও আহত হয়।

আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
হল না ছাড়ার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের, অবরুদ্ধ উপাচার্য
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
X
Fresh