• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

রাজধানীর নিউমার্কেট সিটি কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মার্চ ২০১৯, ২৩:১৬

রাজধানীর নিউমার্কেটের পেছনে বিশ্বাস বিল্ডার্সের আবাসিক ভবন নিউমার্কেট সিটি কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। শুক্রবার রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

আগুন লাগার খবর শুনে বহুতল এই ভবনটির বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে বাসা ছেড়ে নিচে নেমে আসেন।

ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় কার্যালয়ের অপারেটর মো. রিমন মাহফুজ আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

ওই ভবনের বাসিন্দা মেট্রোরেল প্রকল্পের সাবেক মহাব্যবস্থাপক ভোলানাথ পাল আরটিভি অনলাইনকে বলেন, আমরা আগুনের খবর শুনেই নিচে নেমে এসেছি। কিন্তু কয়তলায় কিভাবে আগুন লেগেছে তা জানতে পারিনি।

রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তারপর আবার ভবনের বাসিন্দারা যার যার ফ্ল্যাটে উঠে যান।

তবে অগ্নিকাণ্ডে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা ফায়ার সার্ভিসকর্মীরা জানান।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্মাণাধীন ভবন থেকে পাইপ পড়ে প্রাণ গেলো যুবকের
রাজধানীতে এলডিডিপির কর্মকর্তাদের মানববন্ধন
‘ঘুমের ভেতর নারীর চেয়ে পুরুষ নাক ডাকে বেশি’
বাড়তি দামে পণ্য বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
X
Fresh