• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান নন-এমপিও শিক্ষকরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মার্চ ২০১৯, ২১:৪৮

এমপিওভুক্তির দাবিতে এক বছর পর আবারও মাঠে নেমেছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। শিক্ষক নেতারা বলছেন, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চান। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া তারা রাস্তা থেকে সরবেন না।

টানা দুইদিন ধরে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান করছেন।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করেছিলেন তারা। কিন্তু পুলিশের বাধার মুখে প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন বলছে, দেশের নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিকভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করে নানা কর্মসূচি পালন করে আসছে। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। এ জন্য নতুন কর্মসূচিতে নামতে হয়েছে।

-----------------------------------------------------------
আরও পড়ুন : মামাতো বোনকে বিয়ে করলেন কাটার মাস্টার মুস্তাফিজ
------------------------------------------------------------