logo
  • ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯, ২ কার্তিক ১৪২৬

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
|  ২২ মার্চ ২০১৯, ১২:৩৬ | আপডেট : ২২ মার্চ ২০১৯, ১২:৪৭
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

গততাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের  পুখুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুরের মধুখালী এলাকার মো. ওবায়দুল্লাহ (৩৫) ও তার ছেলে মো. আবদুল্লাহ (৪)। 

বরঙ্গাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা আরটিভি অনলাইনকে জানান, ওবায়দুল্লাহ তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে ঢাকা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় এলে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পরেই ঘাতক বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে যান।

আরও পড়ুন :

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়