• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বরিশালে বাস ও মাহেন্দ্রের সংঘর্ষে নিহত ৬

বরিশাল প্রতিনিধি

  ২২ মার্চ ২০১৯, ১২:১৫

বরিশাল নগরীর গাড়িয়াপাড় এলাকায় বাস ও মাহেন্দ্রের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার সকাল নয়টার দিকে গাড়িয়াপাড় সংলগ্ন মাদবপাশা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিহতেরা হলেন- নগরীর কাশীপুর এলাকার মো. খোকন (৩০) ও গণপাড়া এলাকার বাসিন্দা মাহেন্দ্র চালক মো. সোহেল (২৫), বরিশাল বিএম কলেজের গনিত বিভাগের মাস্টার্সের ছাত্রী শিলা হালদার (২৪), মাধবপাশা দূর্গাসাগর এলাকার পারভীন বেগম (৩০), বাকেরগঞ্জের মানিক সিকদার (৪০) এবং অজ্ঞাতপরিচয় এক নারী (৫০)।

নগরীর বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, যাত্রীবাহী একটি মাহেন্দ্র বরিশাল থেকে যাত্রী নিয়ে বানারীপাড়ার দিকে যাচ্ছিল। সকাল নয়টার দিকে মাহেন্দ্রটি গাড়িয়াপাড় এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা দুর্জয় পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রের চালকসহ সাত যাত্রী আহত হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্যখাতে কথা কম বলে কাজ বেশি করতে চাই : স্বাস্থ্যমন্ত্রী
বায়ুদূষণে ২০২৩ সালে শীর্ষে ছিল বাংলাদেশ 
সৌম্যর কনকাশন বিশ্বাস হচ্ছে না লঙ্কানদের
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬
X
Fresh