• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

  ২১ মার্চ ২০১৯, ১৪:০১

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার তিন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এতে চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ী মোড় পর্যন্ত এলাকায় প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বকেয়া বেতনের দাবিতে ইন্ট্রামেক্স পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ঢাকা-জয়দেবপুর সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। এসময় পুলিশ এসে রাস্তা থেকে সরে যেতে বললে শ্রমিকরা সড়কে বসে অবরোধ সৃষ্টি করে। এতে প্রায় তিন ঘণ্টা চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ী মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।

গাজীপুরের পুলিশ কমিশনার বেলালুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, বেলা ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।