• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত

কুমিল্লা প্রতিনিধি

  ২১ মার্চ ২০১৯, ১২:৪৫

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার ধনপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত জামাল হক ওরফে জাম্বু মিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর দক্ষিণসহ জেলার বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।

--------------------------------------------------------
আরো পড়ুন: সিরাজগঞ্জে কার্ভাড ভ্যানের চাপায় কলেজছাত্র নিহত
--------------------------------------------------------

জাম্বু মিয়া সদর দক্ষিণ উপজেলার জয়নগর গ্রামের হারেছ মিয়ার ছেলে।

ঘটনাস্থল থেকে ৩০ কেজি গাঁজা ও দুই হাজার পিস ইয়াবা উদ্ধারেরও দাবি করেছে পুলিশ।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ আরটিভি অনলাইনকে বলেন, বৃহস্পতিবার ভোরে মাদক চালানের উদ্দেশে উপজেলার ধনপুর এলাকায় মিলিত হয় মাদক ব্যবসায়ীরা। গোপন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে জামাল হক ওরফে জাম্বু মিয়া গুলিবিদ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরো পড়ুন:

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
X
Fresh