• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

স্কুলছাত্রীকে চাপা দিয়ে চলে গেল প্রাইভেটকারটি

যশোর প্রতিনিধি

  ২০ মার্চ ২০১৯, ১২:২৯

যশোরের শার্শা উপজেলায় প্রাইভেটকারের চাপায় এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে।

এ ঘটনায় যশোর-বেনাপোল সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয়রা। এসময় উত্তেজিত জনতা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

বুধবার সকালে যশোর-বেনাপোল সড়কের নাভারণ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

আহত স্কুলছাত্রীর নাম নিপা। সে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান আরটিভি অনলাইনকে জানান, বুধবার সকালে নাভারণ বাজার এলাকার যশোর-বেনাপোল সড়ক পাড় হচ্ছিল স্কুলছাত্রী নিপা। এসময় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত নিপাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, এই ঘটনার পর যশোর-বেনাপোল সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয়রা। এসময় উত্তেজিত জনতা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
ডেমরায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
X
Fresh