• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ৩ মোটরাসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

  ২০ মার্চ ২০১৯, ১০:৫৬

গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়িতে অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার সিদ্দিক শিকদারের ছেলে রাজু আহম্মেদ শিকদার, মোহাম্মদপাড়া এলাকার কামরুল চৌধুরীর ছেলে তানভীর আহম্মেদ রকি ্ও গাজীপুর জেলার দিঘির তালা গ্রামের ছায়েদান মোল্লার ছেলে লেবু মোল্লা।

গোপালগঞ্জ সদর থানার এসআই আব্দুল বারেক জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা স্টেশনে রাত সাড়ে ১১টার দিকে যাত্রী নামিয়ে গোপালগঞ্জ স্টেশনে যাচ্ছিল। ট্রেনটি গোপালগঞ্জ-বর্ণি সড়কের ভেন্নাবাড়ি লেভেল ক্রসিং পার হওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে।

-----------------------------------------------------------
আরও পড়ুন : বাইরে আওয়াজ হলেই মা ভাবেন তনু এসেছে
-----------------------------------------------------------

ওই ক্রসিংয়ে কোনও গার্ড নেই। রাতে যখন ট্রেন আসে, তখন সিগন্যালবার ফেলা ছিল না। ঘটনার কোনও প্রত্যক্ষদর্শীকেও আমরা পাইনি।

তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে ওই তিন যুবক মোটরসাইকেলে করে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে প্রায় ৫০ গজ দূরে গিয়ে পড়ে। কয়েক ঘণ্টা পর ভোর সাড়ে ৬টার দিকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মদ সিকদার বলেন, মোটরসাইকেলটি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
X
Fresh