• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রশাসনের আশ্বাসে খাগড়াছড়িতে হরতাল প্রত্যাহার

রাঙামাটি প্রতিনিধি

  ২০ মার্চ ২০১৯, ০৯:২৩

প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে খাগড়াছগিতে আজকের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করে নিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

মঙ্গলবার রাতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এই হরতালের ডাক দেওয়া হয়েছিল।

গেল সোমবার রাঙামাটির বাঘাইছড়িতে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে বাঘাইছড়ির নয়মাইল এলাকায় সন্ত্রাসীদের আক্রমণে সাতজন নিহত হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাঙালি ছাত্র পরিষদের বিজ্ঞপ্তিতে এ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

ঘটনার পর ১৮ ঘণ্টা অতিবাহিত হলেও সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ প্রশাসনের কোনও তৎপরতা দেখা যায়নি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, পাহাড়ে একের পর এক হত্যাকাণ্ডে বসবাসের অযোগ্য হয়ে গেছে পার্বত্য জনপদ। জেএসএস-ইউপিডিএফের মতো সন্ত্রাসী সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে নৈরাজ্যপূর্ণ এলাকায় পরিণত করেছে। পাহাড়ের অস্ত্রধারী সংগঠনগুলো নিষিদ্ধ করাসহ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমার অপসারণের দাবি জানানো হয় বিবৃতিতে।

অপরদিকে জেএসএস এমএন লারমা দলের ডাকা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পানছড়িতে রাতের আঁধারে করাত কলে আগুন
পাথরঘাটা থানার ওসি প্রত্যাহার 
দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল
মেট্রোরেলে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে : আইপিডি
X
Fresh